সুনামগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৭:২২:২৬ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : বর্ণাঢ্য শোভা যাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে সুনামগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে জুবিলীর মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রশীদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
সদর উপজেলা সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনিরউদ্দিন মনির, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, গৌরারঙ্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রমুখ।