কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী যুবক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৭:২৪:২২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে জৈন উদ্দিন (১৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নুর মিয়ার ছেলে।
জানা যায়, গত শনিবার বিকেল ৪টায় উৎমা সীমান্তের ১২৫৭ সাবপিলার ৫ এস হয়ে ৪ জনের একটি দল লাকড়ি আনতে ভারত প্রবেশ করে। এ সময় খাসিয়াদের ছোঁড়া গুলিতে জৈন উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর ৩ জন দৌঁড়ে বাংলাদেশে চলে আসে। এদিন সন্ধ্যার পর তারা পুনরায় ভারতে প্রবেশ করে জৈন উদ্দিনের লাশ নিয়ে আসে।
উৎমা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার রফিক জানান, লাকড়ি আনতে ৪ ব্যক্তি ভারত গিয়েছিল। খাসিয়ারা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তিনজন অক্ষত অবস্থায় ফিরে আসলেও একজন প্রাণ হারান।
তিনি আরো বলেন, সীমান্ত এলাকার লোকজনকে প্রায়ই সতর্ক করা হয়। সচেতনতামূলক সভা করা হয়। তারপরও তাদেরকে আটকানো যায় না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।