চুনারুঘাটে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৭:২৭:২৪ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে জয়নাল মিয়া (৩৫) নামের ব্যক্তিকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তাকে এই জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানাপুলিশের একটি দল সহযোগিতা করেছে।
চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা বিষয়টি নিশ্চিত করে জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।