সিলেটে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩’ উদযাপন নতুন বই পেয়ে আনন্দ হাসি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৩, ৭:৪৪:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : কয়েকদিন ধরে ঘনকুয়াশার দখলে ছিলো পুরো সিলেট। তবে, গতকাল রোববার দিনটি ছিলো রোদেলা। নতুন বছরের প্রথম রোদমাখা সকালে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে শিশু, কিশোর-কিশোরীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। একযোগে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয় নতুন বই বিতরণ কার্যক্রম। আর সেই উৎসব ঘিরে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছিলো অন্যরকম উৎসব, ছিলো শিশুদের কোলাহল। তারা বছরের প্রথম দিন নতুন ও ঝকঝকে বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। বই বিতরণ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বছরের প্রথম দিনকেই বই উৎসবে রূপদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। দেশ নিরক্ষরমুক্ত হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবে রূপ নেবে।
বড়লেখা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে। দেশের উন্নয়ন অগ্রগতির জন্য, স্মার্ট বাংলাদেশ গড়তে মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত শতভাগ লোকের প্রয়োজন। তাই বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার পাঠ্যবই বিতরণ অব্যাহত রেখেছে।
মন্ত্রী গতকাল রোববার সকালে বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ‘বই বিতরণ ও শিশু বরণ উৎসব ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে এবং মানসম্মত শিক্ষা প্রদান করেন সরকার এজন্য তাদের বেতন ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে। শিক্ষকদের যুগের চাহিদা অনুযায়ী প্রতিযোগিতামূলকভাবে শিক্ষা প্রদান করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ইমদাদুল হক ইমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, পৌর কাউন্সিলর আলী আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, প্রধান শিক্ষক রনজিত কুমার দাস প্রমুখ।
ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ফেঞ্চুগঞ্জে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। ফেঞ্চুগঞ্জ উপজেলা হ্যালিপ্যাড মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নূরুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার শফিক উদ্দীন,
সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, মাহমুদ উস ফারজানা চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল,কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান প্রমুখ।
দিরাই : দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বছরের প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে দিরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে। সকালে দিরাই পৌর শহরের থানা পয়েন্ট সংলগ্ন দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে ও শিক্ষিকা দীপিকা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির আহমদ, দিরাই পৌরসভার প্যানেল মেয়র লিটন রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা ইন্সট্রাকটর নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়।
অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ : উৎসবের আবহে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনামূল্যে বই উপহার দেয়া হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে বিদ্যালয়জুড়ে ছিলো কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বছরের প্রথম দিনকেই বই উৎসবে রূপদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের আরো আগ্রহী করতে তিনি এমন শিক্ষামুখী কার্যক্রম গ্রহণ করেছেন। তিনি বলেন, শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেটের আঞ্চলিক উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহম্মদ, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ এর বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা মো. এ এস এম আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম। বিদ্যালয়ের শিক্ষিকা কোহেলী রানী রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন সময় টিভি সিলেটের ব্যুরো চিফ সাংবাদিক ইকরামুল কবির ইকু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শেখ মাহজাবিন তারানা স্নেহা এবং পবিত্র গীতা পাঠ করেন পিয়ন্তী ভট্টাচার্য্য।
আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভবপর নয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এর আগে একাধিকবার শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন। এটি যে দারিদ্র্য মুক্তির কার্যকর অস্ত্র তা প্রমাণ হয়েছে শিক্ষা বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে দারিদ্র্য মুক্তির ঘটনায়। বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ শিক্ষা খাতে বাজেটের এক উল্লেখযোগ্য বিনিয়োগ যে জাতির জন্য সত্যিকার অর্থেই লাভজনক তা বাস্তবতার নিরিখেই প্রমাণ হয়েছে। গতকাল রোববার সকালে আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও ৪নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শেখ তোফায়েল আহমদ সেফুল এবং শহীদ শেখ’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়েজ খান পেয়ার, সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরী মতি, বর্তমান সাধারণ সম্পাদক শাহীন খান। স্বাগত বক্তব্য রাখেন আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ কপাল দীপু।
কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় : সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেছেন, বছরের প্রথমদিন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত শিক্ষাঙ্গন। আর এই বই উৎসবের অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিশ্বের কাছে এই বই উৎসব রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই পারে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে। শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকারের বিভিন্ন পদক্ষেপ দেশে বিদেশে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পর্ক বাড়াতে হবে। অধ্যবসায় করতে হবে। তিনি গতকাল রোববার সকালে নগরীর কুমার পাড়াস্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক খয়রুন নেছা নাজ চৌধুরী ও কমলেশ মিস্ত্রীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা.মিফতাহুল হোসেন সুইট, ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য রেজাউল হক রাসেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জয়নাল আবেদীন, রুনা বেগম, মো. আব্দুল কাইয়ুম শেখ, মো.আব্দুল আহাদ, সৈয়দা তামান্না রহমান, রাজনীতিবিদ মো.সাজোয়ান আহমদ, মাহবুব খান মাসুম, আব্দুল মালেক প্রমুখ। বই বিতরণ উৎসবের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিহা মিজান ফাতেমা এবং পবিত্র গীতা পাঠ করেন তৃপ্তি দাস।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় : সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব হয়েছে। গতকাল রোববার সকালে এ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেটের আঞ্চলিক উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহমদ, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা মো. এ এস এম আব্দুল ওয়াদুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিলা সাহা, সহকারি প্রধান শিক্ষক ফয়জুর রহমান।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস : স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিশুদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল রোববার এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেছেন, মানবজাতির বিকাশের পেছনে মূল ভূমিকা পালন করেছে শিক্ষা। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। ছাত্রজীবনে অধ্যবসায় এবং অধ্যয়ন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল ও উদ্ভাসিত করে।
প্রভাষক কামরুল হক জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী। নতুন বছরের প্রথম দিনে অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরীর কাছ থেকে পাঠ্যপুস্তক গ্রহণ করে শিক্ষার্থী আলী আয়মান চৌধুরী, হুমায়রা পারভেজ, সত্যম রায়, তাসমিয়া চৌধুরী তানিয়া ও চৌধুরী মো. জারিফ ফারজান।
মিরাবাজার জামেয়া : নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব পালিত হয়েছে। ব্যাপক উৎসাহ -উদ্দীপনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়। বই উৎসব উপলক্ষে আয়োজিত হয় ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ। অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মিহির রঞ্জন দাশ। প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও উক্ত প্রতিষ্ঠানের সাবেক উপাধ্যক্ষ আব্দুস শাকুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ (বালক) রফিকুল ইসলাম মজুমদার, কলেজ ইনচার্জ (বালিকা) মোর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ (বালিকা) জাকিয়া নূরী চৌধুরী, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা বেগম আক্তার এবং ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভিন প্রমুখ।
সূর্যোদয় এতিম স্কুল : নগরীর চৌকিদেখীস্থ সূর্যোদয় যুব সংঘ-এর উদ্যোগে সূর্যোদয় এতিম স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও দেশের মানুষকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ আজ সমৃদ্ধ স্মার্ট দেশের প্রতিচ্ছবি। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি অনবদ্য সাফল্য।
স্কুলের সভাপতি মো. হাসান তালুকদার সোহেলের সভাপতিত্বে ও এ কে কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা. জাকির আহমেদ রাসেল, আবু বক্কর সিকদার, সূর্যোদয় যুব সংঘ ও সূর্যোদয় এতিম স্কুলের দুপ্তর সম্পাদক রিপন আহমদ, সহকারি প্রধান শিক্ষক মৌলভী শহীদুল ইসলাম, ধর্ম সম্পাদক হাফিজ মঞ্জুর রহমান নোমানী, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমদ, মামুন আহমদ প্রমুখ।
ছহিফাগঞ্জ মাদরাসা : বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ছহিফাগঞ্জ সুলতানিয়া দাখিল মাদরাসায় নতুন বই বিতরণ করা হয়েছে। মাদরাসা সুপার মাওলানা আবদুর রউফের সভাপতিত্বে এই বই বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী রিপন মিয়া, সমাজসেবক গৌছ আহমদ বাবুল, গিয়াস উদ্দিন আহমদ, আজাদুর রহমান কালা মিয়া, শফিক মিয়া, আবদুস সালাম।
মাদরাসা শিক্ষক ফয়জুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক শামীম আহমদ, মাওলানা শাফায়াত উল্লাহ, মাওলানা মুসাদ্দেক আহমদ, আবু বকর সিদ্দিক প্রমুখ। সভায় মাদরাসা প্রতিষ্ঠাতা মাওলানা আব্বাস আলী হুজুর, হাজী ছহিফা বানু, সুলতান খাঁন, দানবীর ড. রাগীব আলীর জন্য দোয়া করা হয় এবং অসুস্থ মাদরাসা শিক্ষক ক্বারী শফিক উদ্দিনের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা বিদ্যালয় : দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ ও উৎসব অনুষ্ঠান গতকাল সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী রোটারিয়ান মোঃ আব্দুল লতিফ। দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফাতেমা ইয়াছমিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান, সেলিম আহমদ, আনোয়ার হোসেন, মামুন আহমদ, ফারজানা আহমেদ, সহকারী শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী, এস.এম আব্বাস উদ্দিন, সৈয়দ নেছার আহমদ প্রমুখ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা বই উৎসবে উপস্থিত ছিলেন।
ওমর ফারুক একাডেমি : বিশ^নাথের ওমর ফারুক একাডেমিতে নতুন বছরের বই বিতরণ উপলক্ষে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে একাডেমি প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দাস।
একাডেমি পরিচালনা কমিটির সভাপতি মুকতাবিস উন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনিযুক্ত প্রিন্সিপাল গোলজার আহমদ খান। এসময় উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান শিক্ষক আখতার ফরুক, ভাইস প্রিন্সিপাল মো.মর্তুজা আলী, কমিটির সদস্য কাজী মো. জামাল উদ্দীন, মো. রফিকুল ইসলাম জুবায়ের, আব্দুল কাউয়ুম, এখলাছুর রহমান ছাড়াও অভিভাবক এবং একাডেমির অন্য শিক্ষকরা।
সিলেট আইডিয়াল মাদরাসা : সিলেট আইডিয়াল মাদরাসায় বই উৎসব, ট্যালেন্ট এ্যাওয়ার্ড ও নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর ড. মাহবুবে এলাহি। সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ. এইচ. এম সোলায়মান’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাওলনা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এফ. কে. এম শাহজাহান, সাইফুল্লা আল হোসাইন, জুবায়ের রকিব চৌধুরী, জাহেদুর রহমান চৌধুরী। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ইবনে সিনা হসপিটাল সিলেট’র এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মো: ওবায়দুল হক, সবুজবাগ জামে মসজিদের সেক্রেটারী সালেহ আহমদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো: নাজিম উদ্দিন, মাওলানা আব্দুল খালেক, মো: ফারুক মিয়, হাফিজ মো: ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত, আহমদ মাসুদ, মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজি সাদিক ইবনে সালেহ আপন। ইসলামি সংগীত পরিবেশন করেন নুসরাত আলম জেমি।
হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয় : সিলেট সিটি কর্পোরেশনের খাদিমনগরস্থ হযরত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষে বিনামূল্যে বই উপহার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ নুসরাত আজমেরী হক। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, ম্যানেজিং কমিটির সদস্য নগেন্দ্র দেবনাথ, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান।
মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মজিদ এবং গীতা পাঠ করেন অরবিন্দ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খছরুজ্জামান তপাদার।
দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় : নগরীর দরগাহ মহল্লাস্থ দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব করা হয়েছে। গতকাল রোববার সকালে এ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। এসময় আরো উপস্থিত ছিলেন দরগাহ জালালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা সুলতানা, সহকারি শিক্ষক স্নিগ্ধা চক্রবর্তী, রোমানা আক্তার রীমা, ১নম্বর ওয়ার্ড সচিব সালমান আহমদ প্রমুখ।
মৌলভীবাজার : মৌলভীবাজার থেকে সংবাদদাতা জানান, মৌলভীবাজারে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই উৎসব সম্পন্ন হয়েছে। নতুন বই পেয়ে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, পুরো জেলায় তাদের শিক্ষার্থী রয়েছে ২ লক্ষ ৭৭ হাজার, বইয়ের চাহিদা ৩৬ লক্ষের উপরে। তবে এপর্যন্ত বিভিন্ন উপজেলায় বই এসেছে ৭০ শতাংশ। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, পুরো জেলায় তাদের শিক্ষার্থী রয়েছে ২ লক্ষ ৫৯ হাজার, বইয়ের চাহিদা ১২ লক্ষ ৮০ হাজার। তবে এপর্যন্ত বই এসে ৬৫ শতাংশ। রোববার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক উৎসবের মাধ্যমে বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলা উদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান ও জেলা শিক্ষা অফিসার ফজলুর রমান প্রমুখ।
কমলগঞ্জ : কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, কমলগঞ্জে নতুন বছরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব প্রমুখ।
কুলাউড়া: শিক্ষাবর্ষের শুরুরে আড়ম্বরপূর্ণভাবে রোববার কুলাউড়ায় বই উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা পরিবার এর উদ্যোগে রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান এবং বিশেষ অতিথি হিসাবে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালেক,উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভুঞাঁ,উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মোমেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান,সৌরভ গোস্বামী ও একলাছ মিয়া উপস্থিত ছিলেন। বিদ্যালয় প্রধান আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সরকার শিশু কিশোর হাতে নির্ধারিত সময়ে বই পৌছেঁ দিতে পেরেছেন এই জন্য তিনি প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান।
শ্রীমঙ্গল : (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শ্রীমঙ্গলে নতুন বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। গতকাল রোববার শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব করে শিক্ষার্থীদের নতুন বই দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা।
একই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন জানান, পর্যায়ক্রমে এ উপজেলায় ৩ লাখ ৯৭ হাজার ৭৭২টি নতুন বই দেয়া হবে।
শান্তিগঞ্জ : শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাতেও বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান। বিদ্যালয়ের দাতা সদস্য মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তানজিনা রুজির সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল বারেক, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, মোছা. উম্মে কুলসুম, রিংটু কুমার দাস, মোছা. রাবেয়া আক্তার মিয়া, পান্না রানী মৈত্র প্রমুখ।
ধর্মপাশা : ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ধর্মপাশা ও নবগঠিত মধ্যনগর উপজেলার ১০টি ইউনিয়নে ১৯৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ৪টি দাখিল মাদ্রাসায় ইংরেজী নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। সবগুলো বই না আসায় প্রতিটি বিদ্যালয়ে সব ক্লাসের বই না থাকায় ২-৩ ক্লাসের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সমস্ত বই দেওয়া হবে বলে উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস জানান।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে উৎসব মুখর পরিবেশে নতুন বইয়ের, মন আনন্দে বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২০২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ। মোঃ আলাল উদ্দিন ও আলমগীর হোসেনের সঞ্চালনায় বই উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি শিল্পী রাণী মোদক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সরদার, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন, সরকারি ডিবিডি কলেজের সহ অধ্যাপক মোঃ নুরুল আমিন ও বিভিন্ন শিক্ষক মন্ডলী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।