পড়ালেখা করে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে —-ডা. ইহতেশামুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৬:৪২:৪৮ অপরাহ্ন

বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, পড়ালেখা করে জ্ঞান অজর্নের মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে। পরিবার, দেশ এবং জাতির যোগ্য সন্তান হিসেবে আগামীদিনের নেতৃত্ব প্রদান করতে হবে।
গতকাল সোমবার সকালে বালাগঞ্জে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় তোমাদের সামিল হতে হবে। তোমাদের অনেক দূর যেতে হবে।
উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে স্বর্ণালী-১৮ এসএসসি ব্যাচ’র উদ্যোগে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণালী-১৮ ব্যাচের সভাপতি তারেক আহমদ।
সমাজকর্মী আবু সালেহ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক শহীদ আহমদ চৌধুরী জুলহান, শিক্ষক মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা প্রেরণ করেন বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও কবি মুহাম্মদ শরীফুজ্জামান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ আব্দুল মজিদ, যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী, সমাজকর্মী শফিকুল হক, ছালিক আহমদ, আব্দুল হান্নান, লিয়াকত আলী, রফিক আহমদ, আশরাফুল ইসলাম পারভেজ, মো. আব্দুল্লাহ, সালমান আহমদ, জাহিদুল ইসলাম, শানুর আহমদ, জুবেল আহমদ ইব্রাহিম, রুমান আহমদ, আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।