চতুল বাজারে স্কুলছাত্র মাসুম হত্যা মামলার ১৫ আসামী জেল হাজতে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৬:৪৪:২১ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরে স্কুল ছাত্র মাসুম আলম হত্যা মামলার ১৫ আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালত থেকে আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামীরা গতকাল সোমবার সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। এসময় আদালত আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে সবাইকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর বিকেলের দিকে ক্রিকেট খেলার তুচ্ছ ঘটনায় জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তবর্তী চতুল বাজারে দিনের বেলা জনসম্মুখে খুন করা হয় ছাতারখাই উত্তরপাড়া গ্রামের আব্দুল খালিকের পুত্র স্কুল ছাত্র মাসুম আলম (১৯) কে। এই ঘটনায় কানাইঘাট থানার ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং-৪। এতে মামলার বাদী নিহতের পিতা আব্দুল খালিক।
মামলার আসামিরা হলেন-ছাতারখাই গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তফজ্জুল আলী, বাবুল আহমদের ছেলে রাসেল আহমদ, মৃত আব্দুল জলিলের ছেলে কবির উদ্দিন, নিজাম উদ্দিনের ছেলে কামরুল ইসলাম, মৃত কুতুব আলীর ছেলে নিজাম উদ্দিন ও বাবুল আহমদ, আব্দুল জলিলের ছেলে আলমাছ উদ্দিন, আব্দুল মনাইয়ের ছেলে নজরুল ইসলাম, হাবিবুর রহমানের ছেলে ইমরান আহমদ, আব্দুস সুবহানের ছেলে আলীম উদ্দিন, আব্দুল মনাফের ছেলে মনজুর আহমদ, তফজ্জুল আলীর ছেলে জবরুল, সফর আলীর ছেলে বশির উদ্দিন, লাল মোহন, আব্দুল ওয়াহিদের ছেলে শাহজাহান মিয়া এবং ভিতরগ্রামের মফিজ আলীর পুত্র মঈন উদ্দিন।