কোম্পানীগঞ্জের বরেণ্য আলেম মাওলানা আব্দুল কাদিরের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৬:৫৪:২৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার বরেণ্য আলেম মাওলানা আব্দুল কাদির (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গতকাল সোমবার বিকেল ৩ টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরহুমের বাড়ি উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া বদিকোনা গ্রামে। গতকাল রাত সাড়ে ৮টায় পাড়ুয়া শাহি ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মাওলানা আব্দুল কাদির উপজেলার পাড়ুয়া, ভোলাগঞ্জ, নয়াগাঙেরপাড়, রাজনগরসহ বিভিন্ন এলাকার মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। একজন বরেণ্য আলেম হিসেবে তাঁর বেশ খ্যাতি রয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।