জকিগঞ্জে বৃত্তি বিতরণ অনুষ্ঠান
আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার ——সাবেক এমপি লামা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৭:০০:০৮ অপরাহ্ন
জকিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামী দিনের কর্ণধার। তারা উপযুক্ত শিক্ষা গ্রহণের মাধ্যমে আগামী দিনে সমাজ তথা দেশের নেতৃত্ব দেবে। এজন্য তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং প্রতিভার বিকাশ ঘটানোর জন্য অভিভাবক ও সমাজ দরদী মানুষকে এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার দুপুরে জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে লুৎফর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ট্রাস্টের সভাপতি আবুল হাছনাত চৌধুরী হাছানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হলে প্রতিভাবান শিক্ষার্থীরা বেরিয়ে আসবে এবং তারা উৎসাহিত হবে।
সাংবাদিক এখলাছুর রহমান ও মাস্টার ছাদিকুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব মাস্টার ছাদিকুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমেদ, পরচক মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, শাহবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শুয়াইবুর রহমান, কাজি খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, মাস্টার মোস্তাক আহমদ চৌধুরী, দেলওয়ার হোসেন হিরা, মোওলানা আব্দুল কাদির, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মালিহা জান্নাত চৌধুরী। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাজিদুর রহমান।
পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়।
উল্লেখ্য, সভায় ১০টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা ও ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৬৩ জন শিক্ষার্থীকে ১লাখ ২৬ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।