সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ডার্মাটোসার্জারি বিভাগের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৭:২০:৫৮ অপরাহ্ন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডার্মাটোসার্জারি (স্কিন এন্ড লেজার) বিভাগের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ফিতা কেটে উদ্বোধন করেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডাঃ ওয়েস আহমেদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) জি এম মনিরুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া, অধ্যাপক ডাঃ মোঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী।
উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ সিদ্ধার্থ পাল, নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রাহাত আমিন চৌধুরী, অধ্যাপক ডাঃ আল মোহামিন সোহেল, পারভেজ, কনভ্যেনর মোস্তাক আহমদ, উপপরিচালক ডাঃ হিমাংশু শেখর দাস, সহ পরিচালক ডাঃ তাহফিম আহমদ রিফাত, ডাঃ আবু তারেক রাসেল মিশু, ডাঃ পারভীন আফরোজ চৌধুরী, ডাঃ অনুরুদ্ধ পাল প্রমুখ।-বিজ্ঞপ্তি