অবিলম্বে সকল আসামীকে গ্রেফতার না করলে তীব্র আন্দোলন: কাইয়ুম চৌধুরী
আ ফ ম কামাল হত্যা দ্রুত বিচার আদালতে হস্তান্তর চায় বিএনপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৭:৪৫:৪৮ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালের মামলা দ্রুত বিচার আদালতে হস্তান্তর চায় বিএনপি। পাশাপাশি খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দলটি। রোববার এ বিষয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই, সরকারের জুলুম নির্যাতনে মানুষ আজ অতিষ্ঠ। দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে রাজপথে আন্দোলন করছে। সর্বস্তরের মানুষ এই আন্দোলনে একাত্মতা পোষণ করছে। তা দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তিনি গুম-খুনের রাজনীতির অংশ হিসেবেই বিএনপি নেতা আ ফ ম কামালকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সম্রাট সহ অধিকাংশ আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অবিলম্বে সকল আসামীকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি মামলাটি দ্রুত বিচার আদালতে হস্তান্তর করতে হবে। অন্যথায় সিলেটবাসীকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, রাস্তায় মানুষ হত্যা ও বিএনপি নেতা কামাল হত্যা একই সূত্রে গাঁথা। এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করতে হবে।
উভয় স্থানে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক ও মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান শাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খাঁন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপি নেতা আজির উদ্দিন চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, এডভোকেট আবু তাহের, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট আল আছলাম মুমিন, এডভোকেট সাইদ আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট খালেদ জোবায়ের, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট তানভির আক্তার খান, এডভোকেট আব্দল্লাহ আল মামুন হিরা, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট সাজেদুল ইসলাম সজীব, এডভোকেট মঞ্জুর এলাহী ছামী, এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট জাহিদুল হক জাবেদ, এডভোকেট বদরুল আলম শিপন, এডভোকেট হানিফ আহমদ, এডভোকেট গোলাম আযম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আব্দুল হাসিম জাকারিয়া, আজিজ খান সজিব, মহানগরের সদস্য কামরুজ্জামন দিপু, তসির আলী, মিসবা আহমদ জেহিন, দুলাল আহমদ, সফিকুল ইসলাম, জেলার সদস্য ছালেক আহমদ, মহানগরের সদস্য দুলাল আহমদ, রায়হান আহমদ, সামাদ হোসেন, সাফওয়ান কৌরশী, গোলাম মোস্তাফা, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, রুহেল আহমদ, নিসাই আহমদ, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর, আনাস মাহফুজ, বাদশাহ আহমদ, হাজী জাহেদ আহমদ, আক্রম আলী মাসুক, তৈয়বুর রহমান, আমিনুর রহমান আমিন, আব্দুল আজিজ, আব্দুল গফুর মান্না, আবজাল হোসেন, আকরম আলী, রেজাউল করিম রায়হান, ফখরুল ইসলাম পাপ্পু, খায়রুল হক ছুটন, সাজু আহমদ খান, জহিরুল ইসলাম তানিম, রুহুল আমিন, রাশেদুল হাসান চৌধুরী, সাইফুল ইসলাম খান, শহিদুল ইসলাম চৌধুরী, জয়ফুর রহমান পারভেজ, তুহিন আহমদ চৌধুরী, হুসাইন আহমদ রুপন, আইয়ুব আলী, শেখ ওয়েছ আহমদ মিঠু, সামাদ আলি, ফয়সাল আহমদ, মেহেদী হাসান রফি, রাহিবুল হাসান চৌধুরী সুজন, হাফিজুল করিম সায়মন, কমল হাসান বাবর, দাহিরুল করিম রানা, সাহিন আহমদ, রুহেল চৌধুরী, জামাল আহমদ, জুবেল আহমদ, রাকিব আহমেদ, জুমুর প্রমুখ।
এছাড়া, সকল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অনুরূপভাবে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, সিলেট নগরীর আম্বরখানা বড় বাজার সড়কে ৬ নভেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে নিজ প্রাইভেট কারের ভেতরে খুন হন বিএনপি নেতা আ ফ ম কামাল।-বিজ্ঞপ্তি