কানাইঘাটে অটোরিক্সার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বৃদ্ধ খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৭:৫৪:৩৭ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কানাইঘাটে ব্যাটারি চালিত অটোরিক্সার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে অতর্কিত হামলায় অটোরিক্সা চালকের পিতা জয়নাল আবেদীন (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। নিহত ব্যক্তি বড়চতুল ইউনিয়নের হারাতৈল উত্তর (উপর বড়াই) গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১১টায় নিহত জয়নাল আবেদীনের পুত্র অটোরিক্সা চালক সায়েম আহমদ (১৫) একই গ্রামের জিয়াউল হকের পুত্র আবুল আহমদ (৩০) কে অটোরিক্সায় করে চতুল বাজার লালাখাল কামারহাটির হৃদয় আর্ট এন্ড কসমেটিক্স দোকানের সামনে নিয়ে আসেন। অটোরিক্সা চালক সায়েম ১০টাকা ভাড়া চাইলে আবুল আহমদ ৫’শ টাকার নোট দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আবুল আহমদ অটোরিক্সা চালককে অকথ্য ভাষায় গালাগালি করলে সায়েম তার পিতা জয়নাল আবেদীনকে বিষয়টি অবগত করেন। জয়নাল আবেদীন বিষয়টি জানার জন্য আবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে গেলে আবুল তার সাথে খারাপ আচরণ করেন ও অতর্কিতভাবে কাঠের রুল দিয়ে জয়নাল আবেদীনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন এগিয়ে এসে জয়নাল আবেদীনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে জয়নাল আবেদীন মারা যান। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কানাইঘাট থানার সার্কেল আব্দুল করিম, অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ওসি জানান, হত্যাকারীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।