ফুটবলের রাজা পেলেকে শেষ শ্রদ্ধা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৭:৪১:৪৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : চোখের জলে ফুটবল কিংবদন্তি পেলেকে শেষ শ্রদ্ধা জানাল ব্রাজিল। যে ক্লাবের মধ্য দিয়ে ফুটবলের রাজার রূপকথার অগ্রযাত্রা শুরু হয়েছিল, সান্তোসের সেই ভিলা বেলমিরোতেই গতকাল মঙ্গলবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। হাজারো ভক্ত-সমর্থকের সাথে শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বের আরো অনেক ফুটবল অনুরাগীরা। পুরো দিন জুড়েই শেষবারের মতো তারা প্রিয় পেলেকে দেখতে সান্তোসের ক্লাবটিতে জড়ো হয়েছিলেন। স্টেডিয়ামে ছিল তিনটি পতাকা। তার একটিতে পেলের ছবি এবং ১০ নম্বর জার্সি আঁকা। অন্য একটিতে লেখা ছিল, ‘রাজা দীর্ঘজীবী হোন’।
তিনবারের বিশ্বকাপ বিজয়ী পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ক্যান্সারের সাথে লড়াই করে গত বৃহস্পতিবার ৮২ বছর বয়সে সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শেষবারের মতো ফুটবলের রাজাকে দেখতে প্রচন্ড ভিড় হয় স্টেডিয়ামে। পেলের কফিন সান্তোস ও ব্রাজিলের পতাকা দিয়ে আবৃত ছিল। সাথে ছিল সাদা ফুল। ছেলে এডিনহোর নেতৃত্বে পেলের কফিন বহন করে নিয়ে আসা হয় স্টেডিয়ামে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ব্রাজিলের রাষ্ট্রপতি লুজি ইনাসিও লুলা ডা সিলভা ও তার স্ত্রীও পেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দক্ষিণ আমেরিকান ও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধানদের সাথে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন ইনফান্তিনো। শেষকৃত্য অনুষ্ঠানের শেষ সময়টাতে শুধু তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।