দিরাইয়ের সাবেক মেয়র আহমদ মিয়ার দাফণ সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৭:৪৩:১৫ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী আহমদ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন হাফিজ মারুফ আহমদ। জানাজা শেষে তাঁর নিজ জন্মভূমি চন্ডিপুরে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত রোববার বিকাল ৫টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হাজী আহমদ মিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৩ ছেলে ও ৬ মেয়ের জনক। বর্ণাঢ্য জীবনের অধিকারী হাজী আহমদ মিয়া দিরাই পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র। এছাড়াও তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের দায়িত্বশীল পদে আসীন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।