করিম সভাপতি, মবনু সম্পাদক
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নয়া কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৭:৫৯:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবী, লেখক, প্রবীণ রাজনীতিবিদ এমএ করিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ মুমিন আহমদ মবনু নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার কেমুসাসের সাধারণ সম্পাদক লেখক গবেষক আব্দুল হামিদ মানিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চূড়ান্ত বিজয়ী প্রার্থীদের তালিকা ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক এডভোকেট নিজাম উদ্দিন পিপি।
কমিটির নির্বাচিত অন্যরা হলেন-সহ-সভাপতি আহমেদ নূর, আফতাব চৌধুরী, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, মো. আবুল কালাম খান (কালাম আজাদ) ও অধ্যাপক নন্দলাল শর্মা। সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, আল ইসলাহ সম্পাদক হিসেবে আহমদ মাহবুব ফেরদৌস, সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব হোসেন, লাইব্রেরি সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, সহকারী লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরী।
কার্যকরী কমিটির সদস্য হচ্ছেন-অধ্যাপক দেওয়ান এএইচ মাহমুদ রাজা চৌধুরী, সেলিম আউয়াল, জগলু চৌধুরী, মোস্তাক আহমদ দীন, ড. মো. জফির উদ্দিন (জফির সেতু), রেজওয়ান আহমদ, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, মো. জাহেদুর রহমান চৌধুরী, কামাল তৈয়ব, ফায়যুর রাহমান, ইমদাদুল হক নোমানী ও মো. কামরুল আলম।
২০২২ সালের ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২৯ নভেম্বর নির্বাচন কমিশনে একটি মাত্র প্যানেল মনোনয়ন জমা হওয়ায় এবং কোন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার না করায় ও কোন পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রাপ্ত প্যানেল বাছাইয়ের পর বিজয়ী ঘোষণা করা হয়। #