জগন্নাথপুর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৮:০২:২৩ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নীত হয়েছে। গত রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত পত্রে জগন্নাথপুর পৌরসভাকে খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করা হয়।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন জানান, জগন্নাথপুর পৌর কার্যালয়ের উদ্যাগে প্রথম শ্রেণির পৌরসভার জন্য সব ক্যাটাগরি পূরণের পর স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি আধা সরকারি পত্র ডিও দেন, যার পর দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করার প্রজ্ঞাপন জারি হয়। তিনি বলেন, ১৯৯৯ সালে জগন্নাথপুর সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হয়।