মৌলভীবাজারের উপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৮:০৪:২৬ অপরাহ্ন
মৌলভীবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার জেলার উপর দিয়ে কয়েকদিন ধরে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কয়েক দিনের কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বিশেষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। দিনে ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ। বিকেল হলে শীতের তীব্রতা বাড়ে, তা সকাল পর্যন্ত অব্যাহত থাকে। শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও দিনমজুররা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আগামী দু’একদিন তাপমাত্রা এ ধরনের থাকতে পারে।
শীতজনিত রোগে জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভিড় প্রতিদিন বাড়ছে।