জামিন পেলেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাস : আপিল করবে রাষ্ট্রপক্ষ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৮:২২:৪৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। আটকের ২৬ দিন পর হাইকোর্ট থেকে তারা জামিন পেলেন। এর আগে নিম্ন আদালতে চার দফা তাদের জামিন আবেদন নাকচ হয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
তিনি জানান, এ আদেশের পর তাদের কারামুক্তিতে আর বাধা নেই। রাষ্ট্রপক্ষের শুনানিতে আরও ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান মনির।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না সে বিষয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত।
এর আগে জামিন চেয়ে আইনজীবীদের মাধ্যমে গত সোমবার হাইকোর্টে পৃথক দুইটি আবেদন জমা দেন তারা। পরে গতকাল মঙ্গলবার শুনানি শেষে আদালত ৬ মাসের জন্য তাদের জামিন দেন।
্এদিকে, জামিন বাতিল চেয়ে আপিল করার ঘোষণা দিয়েছে রাষ্ট্রপক্ষ।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান মনির বলেন, জামিন বাতিল চেয়ে আপিল করা হবে। এর আগে জামিন চেয়ে বিচারিক আদালতে চারবার আবেদন করেছিলেন বিএনপির এ দুই শীর্ষ নেতা। চারবারই খারিজ হয়ে যায়।
প্রসঙ্গত, মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের ১ দিন আগে ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিনের আবেদন নাকচ করলে কারাগারে পাঠানো হয়।
পুলিশের ওপর হামলায় দলীয় নেতাকর্মীদের উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির এই ২ নেতাকে গ্রেপ্তার করা হয়।