মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ওয়েব সাইট উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ——– এডভোকেট মোঃ নাসির উদ্দিন খাঁন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৮:৪০:১০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খাঁন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আগামীতে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়ন করতে সকলকে স্ব স্ব অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে। ইতোপূর্বে বাংলাদেশ ডিজিটাল দেশ হিসেবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর দক্ষতায় দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, মেট্রোরেল চালু হয়েছে, কর্ণফুলী টানেল নির্মাণ করা হচ্ছে, ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদ ওয়েব সাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আইয়ুব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, জেলা পরিষদের সদস্য নাহিদ হাসান চোধুরী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানর মিয়া, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যাপক মহিবুর রহমান, ঢাকা দক্ষিণ সরকারি কলেজের প্রভাষক নিরুপম চক্রবর্তী শ্রভ্র, রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, ইউপি সচিব রঙ্গেস কুমার দাস, ইউপি সদস্য মুক্তাদির আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব অসহায় লোকদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি এডভোকেট মোঃ নাসির উদ্দিন খাঁন।