ছাতক-দোয়ারায় শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে ——– মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৮:৪৯:০৩ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, এ সরকারের সময়ে ছাতক-দোয়ারাবাজারে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণেই এ অঞ্চলের শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ও স্বাস্থ্যখাতের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়েই ছাতক- দোয়ারার সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো (কলেজ) গড়ে উঠেছে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় নির্মিত হচ্ছে নতুন-নতুন একাডেমিক ভবন। এসব কারণে এখানে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। বিগত দিনে এ অঞ্চলের উন্নয়নের জন্য কেউ কাজ করেনি। শেখ হাসিনার নেতৃত্বের সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এসব এলাকায় আরো উন্নয়ন সাধিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনেও শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
গত সোমবার বিকেলে ছাতকের পালপুর স্কুল ও কলেজের তিন তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন, পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, পালপুর কমিউনিটি ক্লিনিক, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন এবং ৩ কোটি টাকা ব্যয়ে পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পালপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
পালপুর স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও মইনপুর জনতা কলেজের ইংরেজি প্রভাষক রুহুল আমিন শিবলুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। বক্তব্য রাখেন দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান শায়েস্তা মিয়া, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, আখলাকুর রহমান, পালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাবুর রহমান মোস্তাক, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, হাফিজ আব্দুল জলিল, আব্দুল আলিম, হাজী আকিক মিয়া, গিয়াস মিয়া, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য টি এম রায়হান, শিক্ষিকা ফারজানা ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, স্থানীয় মাহমুদুর রহমান কবির, কাওছার আহমেদ, শেখ মাসুদ পারভেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থী সীমা বেগম প্রমুখ।