বর্তমান সরকার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে …এডভোকেট নাসির উদ্দিন খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৯:০০:৩৬ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। একটি মানুষও যাতে শীতকালে শীতের কষ্ট ভোগ করতে না হয়, সেদিকে খেয়াল রয়েছে সরকারের।
গতকাল মঙ্গলবার নগরীর গোয়াবাড়ী পয়েন্টের খেলার মাঠে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও জেলা প্রশাসকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, জাতীয় শ্রমিকলীগ সিলেট সদর উপজেলা শাখার সভাপতি মকবুল হোসেন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দেব, যুক্তরাজ্য প্রবাসী জামিল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন গোয়াবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান মতিন, যুবলীগ নেতা সুজেল আহমেদ তালুকদার, তানভির আহমেদ, মিজান আহমেদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি শওকত আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আলী হোসাইন রাহি, ক্রীড়া ও সাংস্কৃতিক জাবেদ আহমেদ, নির্বাহী সদস্য বাপ্পি হোসেন, সায়েক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি