সীমান্তিকের আলোচনা সভা
কর্মবান্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে —————অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৯:০২:৪৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাবেক উপদেষ্টা, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, কর্মবাবন্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়তে সীমান্তিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তিকের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ। শিক্ষা ড. আহমদ আল-কবির চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রাখছেন,তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি সীমান্তিকের মতো কর্মবাবন্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর উপশহরস্থ বীর মুক্তিযোদ্ধা ড.আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্সে সীমান্তিক আয়োজিত ‘কর্মবান্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সীমান্তিক সিলেট কমিটি’র সভাপতি প্রফেসর করিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন -শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ নাহিদ ফেরদৌসী, সিলেটের সিভিল সার্জন ডাঃ এস এম শাহরিয়ার। সভায় সীমান্তিক’র উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির কর্মবাবন্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সীমান্তিক এইচ আর ডি সি’র ইন্সট্রাক্টর কাবেরী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সীমান্তিক’র পরিচালক (শিক্ষা) অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার। উপস্থিত ছিলেন সীমান্তিক’র উপ-নির্বাহী পরিচালক পারভেজ আলম, সীমান্তিক এইচ আর ডি সি’র ম্যানেজার ফাতেহা জান্নাত মৌ, এমআইএসএইচডি প্রজেক্ট’র প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন। বিজ্ঞপ্তি