ফেনীতে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২২
সিলেটের অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকা দল চ্যাম্পিয়ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৭:৩৪:৩৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ‘‘মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮) ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২২’’-এ সিলেট জেলা অনূর্ধ্ব-১৪ বালক ও অনূর্ধ্ব-১৪ বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে এবং ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফেনী ভেন্যুতে অনুষ্ঠিত টুনার্মেন্টে সিলেট জেলা অনূর্ধ্ব-১৪ (বালিকা) অরিন ও জাহি চ্যাম্পিয়ন এবং সিলেট জেলা অনূর্ধ্ব-১৪ (বালক) বিশাল ও হিমাংশু চ্যাম্পিয়ন হয়।
এছাড়া সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ (বালক) দলের মাসুদ ও সাকিব রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। সিলেট জেলা ব্যাডমিন্টন দলের সাফল্যে দলের খেলোয়াড় ও কর্মকর্তার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিজিত চৌধুরী, আফজাল রশিদ চৌধুরী, ফেরদৌস চৌধুরী রুহেল ও মঈন উদ্দিন আহমদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক নাজনীন হোসেন ও হানিফ আলম চৌধুরী, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, কার্যনির্বাহী সদস্য শমসের জামাল, আব্দুর রকিব, রেজওয়ান আহমদ, দীপাল কুমার সিংহ, সৈয়দ তকরিমুল হাদী কাবী, আবু আনাম মোহাম্মদ মিরাজ (জাকির), সমর চৌধুরী, নুরে আলম খোকন, মাহমুদ হোসেন শাহীন, হাজী মিলাদ আহমদ, ফাহমিন মুর্শেদ চৌধুরী বাবু, মারিয়ান চৌধুরী মাম্মী, হাসিনা মহিউদ্দিন, মোঃ রাজ্জাক হোসেন, মস্তাক আহমদ পলাশ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, আব্দুল জব্বার জলিল ও শঙ্খ শুভ্র রায় প্রমুখ।