জকিগঞ্জের নারী মাদক কারবারীর যাবজ্জীবন কারাদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৭:৩৫:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জের হাজেরা বেগম (২৮) নামের এক নারী মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম-আদালত) আদালতের বিচারক আক্তার হোসেন এই রায় দেন। দন্ডপ্রাপ্ত হাজেরা বেগম জকিগঞ্জের শহিদাবাদ গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী। সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ২০১২ সালের ১৩ মার্চ দিনের বেলা জকিগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে শহিদাবাদ গ্রামের হাজেরা বেগমের রান্না ঘর থেকে ভারতীয় ৪০ বোতল ফেনসিডিল ও ভারতীয় ৬৫০ রুপি উদ্ধার করে। এঘটনায় হাজেরাকে গ্রেফতার করে পুলিশ। পরে থানার এসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে হাজেরা ও তার স্বামী ইসলাম উদ্দিন এবং আবুল কালাম ওরফে গুল্লি কামালকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গেল বছরের ১০ মে তিন আসামির বিরুদ্ধে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের তৎকালীন বিচারক মো. মোয়াজ্জেম হোছাইন অভিযোগ গঠন করেন। পরে মামলার ১১ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গতকাল বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম-আদালতের বিচারক আক্তার হোসেন মামলার রায় ঘোষণা করেন। রায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৩ (খ) ধারায় হাজেরা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। মামলার অপর দুই আসামি ইসলাম উদ্দিন ও আবুল কালাম ওরফে গুল্লি কামালকে বেকসুর খালাস দেয়া হয়। রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, এপিপি এডভোকেট মোস্তফা দিলওয়ার আল আজহার ও মোস্তফা শাহীন চৌধুরী মামলা পরিচালনা করেন। আসামি পক্ষে ছিলেন এডভোকেট অশেষ কর ও এডভোকেট জুলকার নাইন চৌধুরী।