সিলেটে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আওয়ামী লীগের যে কোন আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ মাঠে ছিল, থাকবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৭:৩৮:৫০ অপরাহ্ন
ডাক ডেস্ক : উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিলেটে উদযাপিত হয়েছে। এবার দিবসের মূল প্রতিপাদ্য ছিলো “ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”।
গতকাল বুধবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রলীগ, উপজেলা ও পৌর ছাত্রলীগসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল-বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, খাবার বিতরণ ইত্যাদি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালি পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণ আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের মুক্তির দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর ’৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে হানাদার পাকিস্তানীদের পরাজিত করে লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ। তারা বলেন, সকল আন্দোলন সংগ্রামে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের সকল আন্দোলনের অন্যতম শক্তি। আওয়ামী লীগের যে কোনো আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ মাঠে ছিল এবং থাকবে।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ ফরিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, পীযুষ কান্তি দে, জাহেদ আহমেদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় : আমাদের সিকৃবি প্রতিনিধি জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে ছিলো পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা। বেলা দেড়টায় সিকৃবি টিএসসি থেকে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে সিকৃবি ছাত্রলীগের সকল স্তরের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়। র্যালি শেষে সিকৃবি টিএসসির সামনে কেক কেটে দিবসটি উদযাপন করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সরকারি মদন মোহন কলেজ : বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজ ছাত্রলীগের সভাপতি একেএম মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য এডভোকেট মো: জাহিদ সারওয়ার সবুজ, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য এমরুল হাসান, সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মন্টু কুমার পাল মিন্টু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা দেলোওয়ার আল আজহার, সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য কালাম হোসেন, সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল মুকিত, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী ইলিয়াসি দিনার প্রমুখ।
দক্ষিণ সুরমা : দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ কেক কেটে সংগঠনের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। সকালে দক্ষিণ সুরমার চন্ডিপুলে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তোফায়েল ইসলাম রাব্বির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, তাঁতী লীগ নেতা ফখরুল ইসলাম।
জৈন্তাপুর : জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের আনন্দ র্যালি ও কেক কাটা অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, দপ্তর সম্পাদক হাছিনুল হক হুসনু, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর এলাহি সম্রাট, যুবলীগের সদস্য মাসুদ আহমেদ, সাইফুল ইসলাম বাবু, নাসির উদ্দিন রাসেল, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির হোসেন, উপজেলা কৃষক লীগের সদস্য সুবাস দাস বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা ফাহাদ বিন হামিদ মুন্না, হাবিবুর রহমান, তাফসির পলাশ, জাকারিয়া আলম, সাগর সেন, লোকমান হোসেন টুটুল, নিহাল পাল, ইয়াহিয়া আলম প্রমুখ।