নন্দিনী সম্মাননা-২০২২
শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা পেলেন লেখিকা সংঘের সম্পাদক কলি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৭:৪৬:৩৫ অপরাহ্ন
আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের নন্দিনী সম্মাননা-২০২২ এর সংগঠন ও সাহিত্য কর্মকান্ডে শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা পেলেন সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক ও সুরমা নন্দিনীর সহসভাপতি কবি হোসনে আরা বেগম কলি। গত ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য সম্মেলন-২০২২ রাজধানী ঢাকার বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবি হোসনে আরা কলিকে সংগঠন ও সাহিত্য কর্মকান্ডে শ্রেষ্ঠ সংগঠকের নন্দিনী সম্মাননা – ২০২২ ঘোষণা করা হয়।
প্রফেসর অনামিকা হক লিলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, কবি ড. সৈয়দ আজিজ, কবি সালেম সুলেরী, প্রাবন্ধিক সুফিয়া বেগম, পরিব্রাজক মাহমুদ হাফিজ, কবি আখতারুন নাহার আলো, কবি আ খ ম সিরাজুল ইসলাম, কবি আফরোজা অদিতি, কবি শাহান আরা জাকির, পারুল, কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ, কবি শাহিদা মিলকি, কবি সফিক ইসলাম, এএসএম জহুরুল ইসলাম, কবি ফিরোজা মেরি প্রমুখ।
কেন্দ্রীয় নন্দিনীর সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আহসান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় নন্দিনীর প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা রিজিয়া।
প্রধান অতিথি প্রফেসর ড. আবদুল খালেক কবি হোসনে আরা কলিকে সংগঠন ও সাহিত্য কর্মকান্ডে শ্রেষ্ঠ সংগঠকের নন্দিনী সম্মাননা – ২০২২ তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শাখা নন্দিনীর সদস্য সহ উপস্থিত ছিলেন সিলেট সুরমা নন্দিনীর উপদেষ্টা সদস্য রওশন জাহান চৌধুরী, সভাপতি কবি আবদুল মুকিত অপি, সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহি, সাংগঠনিক সম্পাদক এম আলী হোসাইন, অর্থ সম্পাদক বিনতা দেবী, সদস্য শামীমা আকতার ঝিনু ও সানজু প্রমুখ।-বিজ্ঞপ্তি