সিসিকের সাবেক কাউন্সিলর এডভোকেট সালেহ’র ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৭:৪৮:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা এডভোকেট সালেহ আহমদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দূরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন।
১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ জানান, এডভোকেট সালেহ আহমদ চৌধুরী ১৯৯৫ সালে তৎকালীন ১০নং ওয়ার্ডে প্রথম কমিশনার নির্বাচিত হন ও পরবর্তিতে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর ৩ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
তিনি জানান, গতকাল বুধবার বেলা ২টায় কলাপাড়া শাহী ঈদগাহ ময়দানে জানাজার পর কলাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজে সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ছাড়াও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মুক্তাদির ও জেলা বিএনপির শোক : সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট সালেহ আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি। পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।