কাজিরবাজারে অগ্নিকান্ডে ৬০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৮:৩২:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর কাজিরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে কাজিরবাজারস্থ অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ও পুলিশের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এসএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব কাজিরবাজারস্থ অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে হানিফ মিয়ার দোকানসহ কয়েকটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দোকানগুলোতে গুদামজাত করে রাখা পুরাতন পাটের ও প্লাস্টিকের বস্তা, প্লাস্টিকের দরজা জানালাসহ অন্যান্য মালামাল ছিল। আগুনে এসব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন নেতৃত্বে তালতলা ফায়ার স্টেশনসহ সিলেট জেলার বিভিন্ন ইউনিট থেকে ১৫টি অগ্নিনির্বাপন গাড়ি ও কর্মীদের চেষ্টায় ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক মো.মনিরুজ্জামান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ১৩টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে তালতলা, সেনানিবাস, দক্ষিণ সুরমা ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ থেকে অগ্নিনির্বাপন গাড়ি ও কর্মীরা আসেন।