ছাতকের জাতুয়ায় সড়কে প্রাণ গেল শ্রমিকের, আহত ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৮:৩৬:০৯ অপরাহ্ন

জাউয়াবাজার থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতকের জাতুয়া নামক স্থানে সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখামুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম উদ্দিন (৩৫) সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইল ইউনিয়নের কলাইয়া গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র।
গুরুতর আহতরা হলেন-সুনামগঞ্জ পৌর এলাকার জলিলপুর গ্রামের তালেব আলীর পুত্র সালেহ আহমদ (৩৫), একই মহল্লার আসকর আলীর পুত্র নজরুল ইসলাম (৩৭), সিএনজি অটোরিক্সার চালক একই পাড়ার মাহমুদ আলীর পুত্র রমজান আলী (২৪) এবং একই পাড়ার মুজিবুর রহমানের পুত্র মনির উদ্দিন (২২)। তারা সবাই অটো মেইলের তুষের কাজের শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতুয়া অটো রাইস মেইল থেকে কাজ শেষ করে এসব শ্রমিক সিএনজি অটোরিক্সাযোগে (নম্বরবিহীন অনটেস্ট) সুনামগঞ্জ যাচ্ছিল। পথে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাতুয়ায় সিলেট অভিমুখী যাত্রীবাহী বাস ( সিলেট-জ, ১১-০৫০০) এর সাথে সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের প্রথমে কৈতক ২০ শয্যা হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা জয়কলস হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।