জগন্নাথপুরে জমিতে পানি তোলা নিয়ে সংঘর্ষে আহত ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৯:২৮:১৪ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ক্ষেত থেকে পানি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, চিলাউড়া গ্রামের আক্কাস মিয়ার ক্ষেত থেকে ছবির মিয়ার পক্ষের লোকজন গতকাল বুধবার সকালে জোরপূর্বক পানি তুলে তাদের জমিতে দিচ্ছিল। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিত শান্ত রয়েছে।