হবিগঞ্জে প্রতারণার অভিযোগে যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৯:২৯:৩৭ অপরাহ্ন
হবিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জে প্রতারণার অভিযোগে এক যুবক আটক হয়েছে। পুলিশ জানিয়েছে, মোহন খান (৩০) নামে আটক যুবক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বাক্ষর জাল, নকল সীল সই বানিয়ে ভুয়া পর্চা তৈরিসহ একাধিক অভিযোগে অভিযুক্ত। আটক ব্যক্তি শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের ইদু খানের পুত্র। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। হবিগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, মোহন খান নামে ওই যুবক জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমের আশপাশে সবসময় অবস্থান করতেন। সেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষদের ভূয়া পর্চা তৈরি করে দিতেন। আর এতে সে সরকারি কর্মকর্তাদের জাল সীল-সই ব্যবহার করতেন। যার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। বিষয়টি নজরে এলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস রেকর্ডরুমের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।