কোম্পানীগঞ্জে সাবেক প্রধান শিক্ষকের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৯:৩১:০৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক ফারুক আহমেদ মাস্টার (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বিকেল ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ইসলামপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের পুত্র। তিনি বেশ কয়েক বছর ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে-মেয়ে দু’জনই কানাডায় স্থায়ীভাবে বসবাসরত।
গতকাল বুধবার বাদ মাগরিব টুকেরবাজার স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোক প্রকাশ : ফারুক মাস্টারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাক্তার আব্দুন নুর, শহিদ স্মৃতি টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ গোলাম নবী, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাস্টার আবুল খায়ের, এডভোকেট কামাল হোসাইন, আব্দুল কাইয়ুম মাস্টার, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, হাজী মো. আবুল হোসেন প্রমুখ।