কোম্পানীগঞ্জে ইউপি সদস্য সাইদুর রহমান বরখাস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৯:৩২:৫৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাকলস ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের ওপর হামলাসহ দুটি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় তাকে বরাখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ ডিসেম্বর জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি সদস্য সাইদুর রহমানের অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি। সেই বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) ধারার অপরাধ সংঘটিত করায় একই আইনের ধারা ৩৪ (১) অনুযায়ী তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
প্রসঙ্গত, গত বছরের ১৯ জানুয়ারি ওই ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজুকে একটি পঞ্চায়েত সভায় হামলা করেন সাইদুর রহমান। এ ঘটনায় তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়। এ ছাড়া গত বছরের ২ এপ্রিল তার বিরুদ্ধে অপর একটি ঘটনায় মামলা করা হয়। উভয় মামলায় সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করেছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।