জুড়ীতে পর্ণোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৯:৩৩:৪১ অপরাহ্ন
জুড়ী (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : জুড়ী থানা পুলিশের অভিযানে পর্ণোগ্রাফি মামলায় আবদুস সালাম (৪২) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামের বাসিন্দা ও এই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। তিনি জানান গ্রেফতারকৃত ব্যক্তি ওয়ারেন্টভুক্ত আসামী।
পুলিশ জানায়, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুস সালামের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের মে মাসে ওই নারীর যুক্তরাষ্ট্র প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে হয়ে যায়। এদিকে বিয়ের পর সালাম ওই নারীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া আইডি তৈরি করে তাতে তার আপত্তিকর ছবি ছড়িয়ে দেন। এ ব্যাপারে ওই নারীর ভাই বাদী হয়ে আবদুস সালামের বিরুদ্ধে গত ২২ মে মৌলভীবাজারের আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ৬ নভেম্বর পুলিশ এ মামলায় সালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।