জকিগঞ্জে মিশন ওয়ান মিলিয়নের কম্বল বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ৯:৪০:৫২ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামে মিশন ওয়ান মিলিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (৪ জানুয়ারি) বারহাল ফ্যামিলি রিলেশনশিপ অরগানাইজেশন ইউকের অর্থায়নে শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ নুরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বারহাল এলাকার বিশিষ্ট মুরুব্বি এম এ মালেক চৌধুরী ও মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান, শাহিদুল ইসলাম চৌধুরী, তাহছান ইসলাম চৌধুরী ও এম আলী হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিপদে-দুর্যোগে দুস্থদের পাশে দাঁড়ানো বিত্তবানদের সামাজিক দায়িত্ব। মিশন ওয়ান মিলিয়ন সেই কাজটি করে যাচ্ছে। বক্তারা শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বারহাল ফ্যামিলি রিলেশনশিপ অরগানাইজেশন ইউকের প্রতিষ্ঠাতা আলহাজ নজরুল হক চৌধুরী, নজমুল হক চৌধুরী ও সমন্বয়ক মাজিদুল ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি