প্রাথমিকভাবে চলাচল করবে তিনটি বাস
অবশেষে সিলেট-জকিগঞ্জ রোডে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৭:৪৩:২৮ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-জকিগঞ্জ রোডে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জকিগঞ্জ এমএ হক চত্বরে বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে জকিগঞ্জ এমএ হক চত্বরে বিআরটিসি বাস সিলেট ডিপোর ম্যানেজার সোহেল রানার সভাপতিত্বে ও ছাত্র নেতা খাইরুল ইসলাম এবং এহসান মো: শামিমের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন-সিলেট বিআরটিসি পরিচালনা পর্ষদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জেলা পরিষদের সদস্য ইফজাল চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন খালেদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, কাজলসার ইউপির চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মারুফ বখতিয়ার চৌধুরী খুররম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুয়েদ, যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের আহবায়ক ও আল ইসলাহ নেতা হিফজুর রহমান, যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের সদস্য সচিব আ.লীগ নেতা আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সজল বর্মণ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগ নেতা নূরুল ইসলাম সুহেল।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার পর জকিগঞ্জবাসী আজ তাদের একটি ন্যায্য পাওনা বুঝে নিল। যাত্রী সাধারণের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সিলেট-জকিগঞ্জ রোডে আপাতত ৩টি বাস প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে আরো ৩টি বাস প্রদান করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে পর্যায়ক্রমে জকিগঞ্জের সকল ন্যায্য দাবি-দাওয়া পূরণ করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিলেট-জকিগঞ্জ মূল সড়কে প্রাথমিকভাবে ৩টি বাস সার্ভিস চালু করা হয়েছে। চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে। ভাড়া ১৫০ টাকা। ছয়টি স্টপেজে থামবে গাড়ি। স্টপেজ গুলো হলো জকিগঞ্জ, বাবুর বাজার, সোনাসার, কালীগঞ্জ, আটগ্রাম, শাহবাগ, শাহগলী।