কর আইনজীবী সমিতির নির্বাচন ১৯ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৭:৫৬:২২ অপরাহ্ন
সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত বুধবার বিকেলে নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবুর কাছে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু, আয়কর আইনজীবী মো. খায়রুল আলম সহ কর আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল করেন, সভাপতি পদে এম ই এম ইকবালুর রহমান ও সমর বিজয় শী শেখর, সহ-সভাপতি পদে মোহাম্মদ আব্দুল আলীম পাঠান ও গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. সফিকুল ইসলাম ও সুব্রত কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে কাউছার মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. জহিরুল ইসলাম রিপন, মো. কামাল আহমদ ও মো. মাজাহারুল হক, পাঠাগার সম্পাদক পদে সৈয়দ আব্দুল হামিদ ও মওদুদ আহমদ, কার্যনির্বাহী সদস্য পদে মো. সুলেমান হোসেন খান, এম শফিকুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মোহাম্মদ আলী খোকন, মো. এমদাদুল হক, আতাউর রহমান সেগুল, মো. আবুল ফজল, আলী আহমদ, মো. হাসনু চৌধুরী। বিজ্ঞপ্তি