ডাক পরিবারের শোক প্রকাশ
সিলেটের ডাক’র ঢাকা অফিসের ব্যবস্থাপক সিরাজুল ইসলামের মায়ের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৭:৫৭:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দৈনিক সিলেটের ডাক’র ঢাকা অফিসের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম সিরাজের মাতা ফুলবাহার বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুরস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
ফুলবাহার বেগম বিশিষ্ট সমাজসেবী মৃত হারিছ উল্যার স্ত্রী।
আজ শুক্রবার সকাল ১১টায় নিজ বাড়ীর আঙিনায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, দৈনিক সিলেটের ডাক’র ঢাকা অফিসের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম সিরাজের মাতার মৃত্যুতে দৈনিক সিলেটের ডাক পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।