সিলেটের প্রবীণ মুরুব্বি আবু ঈসার ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৭:৫৯:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর টুকেরবাজারের টুকেরগাঁও নিবাসী টুকের বাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির আহবায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও সদর উপজেলার সাবেক সহ-সভাপতি, সাবেক মেম্বার, প্রবীণ রাজনীতিবিদ ও সালিশ ব্যক্তিত্ব আবু ঈসা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ শুক্রবার বাদ জুম’আ টুকের বাজার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আবু ঈসার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে শুভানুধ্যায়ীরা একনজর দেখতে বাড়িতে ভিড় জমান।
বিভিন্ন মহলের শোক : প্রবীণ রাজনীতিবিদ আবু ঈসার মৃত্যুতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, সাধারণ সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকরা গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে বিএনপি একজন প্রবীণ রাজনীতিবিদকে হারালো। তার এই শুন্যতা সহজে পূরন হবার নয়। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।