সুবিদবাজারে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৭:৫৯:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার ৫১/১০ নং বাসা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ১৩ বছরের ওই কিশোরী আত্মহত্যা করে বলে জানা যায়। কিশোরীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মায়নুল জাকির। তিনি জানান, আত্মহত্যাকারী কিশোরীর নাম জান্নাত আরা শিপা। পরিবারের সঙ্গে তিনি নুরানী আবাসিক এলাকার ৫১/১০ নং বাসায় থাকতেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কী কারণে শিপা আত্মহত্যা করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আত্মহত্যার কারণ জানা যাবে বলে মন্তব্য করেন ওসি।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওই কিশোরীর মা নেই। বাবা অসুস্থ। দিনের কোনো এক সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শিপা। প্রতিবেশিরা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।