আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর নবম আসর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ৮:০১:২০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : আজ শুক্রবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আসরের প্রথম দিনের প্রথম ম্যাচে বেলা আড়াটায় শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে সিলেট সিক্সারস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৭টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। এদিকে, এবারের আসরের ট্রফি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিটি দলের অধিনায়ক। তবে ছিলেন না ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে ফরচুন বরিশালের পক্ষ থেকে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। এছাড়া অনুষ্ঠানে খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসির রাব্বি। অনুষ্ঠানে অধিনায়ক হিসেবে ইয়াসির রাব্বির নাম ঘোষণা করে খুলনা টাইগার্সের ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম। অনুষ্ঠানে ঢাকা ডমিনেটরসের অধিনায়ক হিসেবে ছিলেন নাসির হোসেন। সিলেট সিক্সারসের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মুর্তজা। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস, চট্টগ্রাম চ্যালেঞ্জান্সের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন শুভাগত হোম চৌধুরি ও রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহান উপস্থিত ছিলেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।
খেলার ধারা বিবরণী প্রচার করবে বেতার সিলেট কেন্দ্র
আজ শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রীমিয়ার লীগ (বিপিএল) টি ২০ খেলার ধারা বিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র। খেলাটি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে এফএম ৯০ মেগাহার্জে শুনা যাবে।