আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে এ ফাউন্ডেশন ॥ ইকবাল সিদ্দিকী
গোয়াইনঘাটে শামসুর রহমান ফাউন্ডেশনের কম্বল ও মশারি বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৮:৪৬:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলায় প্রায় দুইশ’ কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার বঙ্গবীর এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রবাসী কমিউনিটি নেতা সুফি সুহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিবলু রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, যুক্তরাজ্যস্থ গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আশরাফুল আম্বিয়া লায়েক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি মঈন উদ্দিন মন্জু, প্রধান শিক্ষক আব্দুল কাদির জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সিদ্দিকী বলেন, শামসুর রহমান ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে নিজ এলাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে তারা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে। বর্তমানে প্রচন্ড শীতের মধ্যে তাদের কম্বল বিতরণ কর্মসূচি শীতার্তদের কিছুটা হলেও উষ্ণতা দেবে। তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি সুহেল আহমদ বলেন, প্রবাসে থাকলেও এলাকার প্রতি আমাদের একটি বিশেষ টান রয়েছে। সেই টান থেকেই আমরা এলাকার মানুষজনকে সাধ্যমতো সহযোগিতা প্রদানের চেষ্টা করি। তিনি ফাউন্ডেশনের জন্য সবার দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক ইলিয়াস আকরাম, স্থানীয় বাসিন্দা মনির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।