বিশ্বনাথে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে মহিলা আইনজীবী ও কিশোরী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৯:১৪:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষে একজন মহিলা আইনজীবী ও এক কিশোরী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথের দশঘর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই কিশোরী জুমা বেগম (১৩) ও গতকাল শুক্রবার বিকেল ৩টার এডভোকেট ফারহানা বেগম মারা যান।
জানা গেছে, জগন্নাথপুরগামী একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে রায়খেলী মোড়ে পৌঁছামাত্র তীব্র গতিতে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হন সিএনজি অটোরিকশার যাত্রী জুমা বেগম (১৩) ও এডভোকেট ফারহানা বেগম। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুমা বেগমকে মৃত ঘোষণা করেন। পরদিন গতকাল শুক্রবার বিকেলে এডভোকেট ফারহানা বেগমও মারা যান।
দুর্ঘটনা ও কিশোরী নিহতের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে পিকআপ গাড়ির চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।
নিহত ফারহানা বেগম জেলা আইনজীবী সমিতির সদস্য ও একই সমিতির সদস্য ইসরাফিল আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। গতকাল শুক্রবার রাত ১০টায় তার পিত্রালয় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন হাবিবনগর জামে মসজিদে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে ।
তার স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতের কাজ শেষে পিত্রালয় জগন্নাথপুরের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে রওয়ানা হন ফারহানা বেগম। চাঁনভরাং এলাকায় যাওয়ার পর অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন ফারহানা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হলে গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।