দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে ২ জনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৯:১৬:৩৩ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পুকুরের পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল এবং দুপুরে পৃথক ঘটনা দু’টি ঘটে। দোয়ারাবাজার থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, দোয়ারাবাজারে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরুল ইসলাম (৫৫) নামে এক দিনমজুর মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ৭টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জহুরুল ইসলাম স্থানীয় ইদনপুর গ্রামের সৈকত আলী ছেলে। দোয়ারাবাজার থানার এস.আই মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, গতকাল শুক্রবার দুপুরে পুকুরের পানিতে ডুবে পাবেল মিয়া (১৭) নামে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মংলা মিয়ার ছেলে।
মংলা মিয়া বলেন, পরিবারের সবার অজান্তে বৃহস্পতিবার রাতে ঘর থেকে বেরিয়ে যায় পাবেল। রাতভর অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে গ্রামের মসজিদের পুকুরে তার লাশ ভাসতে দেখে যায়। দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।