ওমানে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের শুরু জয় দিয়ে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৩, ৯:২০:৪১ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : ওমানে জয় দিয়ে জুনিয়র এএইচএফ কাপ টুর্নামেন্টের যাত্রা শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) আয়োজিত এ টুর্নামেন্টে হংকংকে ৪-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টে পুল বি-র ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটে মোহাম্মদ আলীর ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
আর ১৩ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ হাসান। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল ব্যবধান ৩-০ করেন আমিনুল ইসলাম। আর ৫৬ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোহাম্মদ আলী। টুর্নামেন্টে আরও অংশ নিয়েছে চাইনিজ তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান। পুল বি-তে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান।