তারা মালয়েশিয়া প্রবাসী স্বজনকে আনতে ঢাকা এয়ারপোর্টে গিয়েছিলেন
মাধবপুরে সড়কে প্রাণ গেলো কুলাউড়ার একই পরিবারের ৪ সদস্যসহ ৫ জনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৮:১৩:১৩ অপরাহ্ন
হবিগঞ্জ ও মাধবপুর প্রতিনিধি ॥ মালয়েশিয়া প্রবাসীকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত প্রবাসী রাজুসহ ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের এসপি মো: শহীদ উল্যাহ।
নিহতরা হলেন-মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মাদানগর গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান শিহাব (১৫), মেয়ে সাদিয়া বেগম (২১), জামাতা আব্দুস সালাম (৩২), নাতনি হাবিবা আক্তার (২) ও মাইক্রোবাস চালক কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের সাদির আলী (২৫)।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নুরুল হক তার মালয়েশিয়া ফেরত ছেলে রাজু আহমেদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে হাইয়েস মাইক্রোবাসে করে ঢাকায় যান।ওই মাইক্রোবাসে তার কন্যা সাদিয়া আক্তার ও জামাতা আব্দুল সালামসহ মোট ৮ জন যাত্রী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজুকে নিয়ে তারা বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। শুক্রবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে মাধবপুর উপজেলার শাহপুর নামকস্থানে পৌঁছুলে সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাককে সিলেট থেকে ঢাকাগামী অপর একটি বালু বোঝাই ট্রাক ওভারটেক করার সময় ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস ও ট্রাককে সিলেট থেকে ঢাকাগামী অপর একটি খালি ট্রাক ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। এতে নূরুল হকের ছেলে মোঃ আতিকুর রহমান শিহাব, জামাতা আব্দুস সালাম, মাইক্রোবাস চালক মোঃ সাদির আলী ঘটনাস্থলে মারা যান।
মোঃ নুরুল হক , কন্যা সাদিয়া বেগম তার শিশু কন্যা হাবিবা, প্রবাস ফেরত রাজু আহমদ , ভাতিজা নিশাদ আহমেদ গুরুতর আহত হয়। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় পথে সাদিয়া বেগম ও তার শিশু কন্যা হাবিবা মারা যায়। মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসমানী মেডিকেল পুলিশ তদন্তকেন্দ্রের এস আই জনি চৌধুরী জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী রাজুসহ ৩ জনের অবস্থা আশঙ্কামুক্ত।
মালয়েশিয়া প্রবাসী সাংবাদকর্মী মহিউদ্দিন জানান, প্রবাসী রাজু মালয়েশিয়ার পেনাং-এ বসবাস করতেন।
দুর্ঘটনা কবলিত ৪ গাড়ি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন।
এদিকে, গতকাল শনিবার নিহতদের দাফন নিজ নিজ এলাকায় সম্পন্ন হয় বলে জানিয়েছেন নিহতদের স্বজন আশরাফুল মামুন।