ঘনকুয়াশা ॥ সিলেট-ঢাকা মহাসড়কে সতর্কতার সাথে যান চালানোর পরামর্শ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৮:১৩:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ ঘন কুয়াশার কারণে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, ঘন কুয়াশার কারণে সড়কে অনেক সময় কিছুই দেখা যায় না। এ কারণে প্রায়শ ঘটছে দুর্ঘটনা। তাদের পক্ষেও মহাসড়কে দায়িত্ব পালন করতে হচ্ছে অনেকটা ঝুঁকি নিয়ে। মহাসড়কে যান চলাচলে চালকদের সতর্কতা অবলম্বন না করলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা।
সিলেট রিজিওন হাইওয়ে পুলিশের এসপি মো: শহীদুল্লাহ জানান, শুক্রবার রাতে মূলত ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি চারটি গাড়ির একটি অপরটিকে কোনভাবেই দেখতে পারছিল না। যে কারণেই ঘটেছে এ দুর্ঘটনা। এ অবস্থায় মহাসড়কে যান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কোন বিকল্প নেই বলে মন্তব্য এ কর্মকর্তার।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম ভূইয়া জানান, ঘন কুয়াশার মধ্যে পুলিশকেও দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে। চালকদের সচেতন করতে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন জানিয়ে তিনি বলেন, গত বৃহস্পতিবারও তারা মিরপুরে অনুরূপ কার্যক্রম পরিচালনা করেছেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশে শৈত্যপ্রবাহ বইছে। সেই সাথে রয়েছে ঘন কুয়াশা। যে কারণে বিভিন্ন স্থানে ঘটছে দুর্ঘটনা।