পশ্চিম জাফলং স্কুলের ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী
সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে — প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৮:৪২:৩৯ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: ‘তিন দশকে আমরা আছি হৃদ্যতায়’-শ্লোগানকে সামনে রেখে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও আনন্দ র্যালির মধ্য দিয়ে বর্ণিল এ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। শুরুতেই কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি কাজী সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও কমিটির প্রধান সমন্বয়ক মাস্টার সুলেমান আহমদ ও সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। দেশের চলমান শিক্ষা বিপ্লব তার জ্বলন্ত উদাহরণ। এমন কোন এলাকা নেই যেখানে শিক্ষার সামগ্রিক উন্নতিতে সরকার কাজ করেনি। সর্বত্র শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের সদিচ্ছার অভাব নেই।
গতকাল শনিবার দুপুর ১২টায় গোয়াইনঘাটের ২নং পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘প্রতিটি এলাকায় শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। আর এসব উন্নয়ন মাইলফলকের বাস্তবায়কারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিচক্ষণ নেতৃত্ব দেশের শিক্ষাব্যবস্থাকে আরো গতিশীল ও এগিয়ে নিয়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলমান সামগ্রিক উন্নয়ন কিছুটা থমকে গেছে, তবে ভয়ের কোন কারণ নেই অচিরেই তা স্বাভাবিক হয়ে যাবে।’
অবৈধ পথে বিদেশ না যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, একজন কর্মী অবৈধভাবে বিদেশে গিয়ে বিপদে পড়ে শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বরং একটি পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। সম্মিলিতভাবে জনসচেতনতা সৃষ্টি করে অবৈধভাবে বিদেশে পাড়ি জমানো বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, অফিসার ইনচার্জ কেএম নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সুবাস চন্দ্র পাল ছানা, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, মিডিয়া কমিটির আহবায়ক আমির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।