গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৮:৪৪:০১ অপরাহ্ন
ছাতক ও গোবিন্দগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল দেব সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় কলেজ গেটের সামনে একটি লাইব্রেরিতে তিনি এ হামলার শিকার হন। হামলায় আহত শিক্ষককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বাবুল দেব কলেজ গেট সংলগ্ন একটি লাইব্রেরিতে বসে সময় কাটাচ্ছিলেন। এ সময় স্থানীয় কতিপয় সন্ত্রাসী শিক্ষকের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। একই সময়ে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক কুতুব উদ্দিনের মালিকানাধীন আনসার মার্কেটে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ ঘটনার আগেও এসব সন্ত্রাসীরা কলেজের শিক্ষার পরিবেশ বিনষ্টসহ কলেজ অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছিল। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল রনজয় কুমার মল্লিক জানান, হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।