প্রথম বিশ্বনাথ মিডিয়া কাপের পুরস্কার বিতরণ
বিশ্বনাথের সাংবাদিকরা পেশাগত দায়িত্বের পাশাপাশি সকল ক্ষেত্রের উন্নয়নে ঐক্যবদ্ধ —মেয়র মুহিবুর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৮:৫২:৪৪ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মুহিবুর রহমান বলেছেন, বিশ্বনাথের সাংবাদিকরা নিজেদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সকল ক্ষেত্রের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। যা আমাদের সমাজের জন্য মঙ্গলজনক। সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে বিশ্বনাথে একটি স্থায়ী প্রেসক্লাব ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া আগামীতে ‘মিডিয়া কাপ’ অনুষ্ঠিত হলে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে। তিনি আরও বলেন, অতীতের মতো এখন আর কেউ উন্নয়ন প্রকল্পে পুকুর চুরি করতে পারবে না। সাংবাদিকদের সাথে নিয়েই জনগণের উন্নয়নের বরাদ্দের টাকাগুলো এখন থেকে সঠিকভাবে কাজে লাগানো হবে।
তিনি গত শনিবার বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত ‘১ম বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২২’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও আবুল বাশারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় প্রথম মিডিয়া কাপ-২০২২। দৈনিক ইত্তেফাকের বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে এবং শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল ও দৈনিক আমাদের সময়ের বিশ্বনাথ প্রতিনিধি আব্বাস হোসেন ইমরানের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সমকালের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ। স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া কাপের সমন্বয়ক দৈনিক উত্তরপূর্বর বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন লুডু প্রতিযোগীতার চ্যাম্পিয়ন তজম্মুল আলী রাজু (ইত্তেফাক) ও রানারআপ এমদাদুর রহমান মিলাদ (দৈনিক সিলেটের ডাক), ক্যারাম প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন সাংবাদিক এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি) ও রানারআপ সাংবাদিক আশিক আলী (যুগান্তর), ব্যাডমিন্টন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন নবীন সোহেল (শুভ প্রতিদিন) ও আব্দুস সালাম (ইনকিলাব) জুটি, রানারআপ আব্বাস হোসেন ইমরান (আমাদের সময়) ও শুকরান আহমদ রানা জুটি, গাফলা প্রতিযোগীতার চ্যাম্পিয়ন নূরুল ইসলাম (আজকালের খবর) ও রানারআপ মোহাম্মদ আলী শিপন (সিলেট মিরর) এবং প্রীতি ফুটবল ম্যাচের সেরা খেলোয়াড় তজম্মুল আলী রাজু (ইত্তেফাক) ও অসিত রঞ্জন দেব (সিলেট বানী)।
এসময় উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, পৌর মেয়রের একান্ত সচিব অ্যাডভোকেট জাহেদ আহমদ, সাংবাদিক শহিদুর রহমান, টুনু তালুকদার, আশিক আলী, এমদাদুর রহমান মিলাদ, মোহাম্মদ আলী শিপন, কামাল মুন্না, নূর উদ্দিন, জামাল মিয়া, আক্তার আহমদ শাহেদ, মোসাঈদ আলী, বদরুল ইসলাম মহসিন, মোহাম্মদ নূরুল ইসলাম, মিছবাহ উদ্দিন, আহমদ আলী হিরন প্রমুখ।