গ্রেটার সিলেট কাউন্সিল এর আর্থিক অনুদান প্রদান
স্মার্ট বাংলাদেশ গঠনে প্রবাসীসহ সকলকে এগিয়ে আসতে হবে ——এমপি হাবিবুর রহমান হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৩, ৯:০১:৫৮ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। একটি স্মার্ট বাংলাদেশ গঠনে প্রবাসীসহ আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। দেশের যে-কোনো দুর্যোগে প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরো বলেন, প্রবাসীরা যাতে দেশের মাটিতে নিরাপদ থাকেন এবং তাদের সহায় সম্পত্তি নিয়ে যাতে কোনো ধরনের বেগ পেতে না হয় সেদিকেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সজাগ দৃষ্টি রয়েছে। প্রবাসীদের কথা চিন্তা করে দেশে বেশ কিছু আইন প্রণয়ন করা হচ্ছে, যা প্রবাসীদের জন্য অবশ্যই কল্যাণকর হবে।
তিনি গতকাল শনিবার দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিওন এর উদ্যোগে এবং এ রহমান, এম সুলতান হেল্প ফাউন্ডেশন সিলেটের সৌজন্যে গত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিওন এর ভাইস চেয়ার ও বেঙ্গল সিটি নর্থওয়েলস ইউ.কের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সুলতান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, যুক্তরাজ্য মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, ৭নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, ৫নং সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ অলিদুর রহমান অলিদ। এসএম ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোজাহিদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহিদুর রহমান শাহিন, রাজু আহমদ, আব্দুস সালাম সুহেল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসুদ আহমদ।-বিজ্ঞপ্তি